সাকিবের শাস্তি। কতটা যৌক্তিক.???
লিখেছেন লিখেছেন আমীর আজম ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫১:০৩ রাত
:কি শাস্তি দিল.?
- তিন লাখ টাকা জরিমানা আর তিন
ওডিআই সাসপেন্ড।
: কেন.?
- ক্যামেরাম্যানের সাথে অশালীন
আচরণ।
: কখন.?
- আউট হওয়ার পর।
: কোথায়.? মাঠের ভিতরে ?
- না।
: তাইলে ?
- মাঠের বাইরে। ড্রেসিং রুমে।
বিশ্রাম নেয়ার সময়।
: বিশ্রামের সময় ক্যামেরাম্যানের
ক্যামেরা ড্রেসিংরুমে গেল কেন.? আর
গেলেও সেটা প্রকাশ পেল কেন.?
একটা খেলোয়াড় বিশ্রামের সময়
অনেক কিছুই করতে পারে। সে জন্য
এতবড় শাস্তি, অসম্ভব।
কিছুদিন পর হয়তো শোনা যাবে, অমুক
খেলোয়াড় টয়লেটে হিসু করেছে। তাই
তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট কে ধ্বংস করার
এক গভীর ষড়যন্ত্র ছাড়া এটা কিছু
নয়।
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার কাছে গ্যালারীতে খেলা দেখার চেয়ে বাসায় বসে টিভিতেই খেলা দেখতে বেশী ভাল লাগে ।
এখন কার যারা মাঠে খেলা দেখতে যায় তারা যায় টিভিতে নিজেদের মুখ দেখাবে এই আশায় ।
সবার ভাগ্য তো সুন্দরী মেয়েদের মত হয় না ! তাই কেউ যদি কোন সুন্দরী মেয়ের আশে পাশে বসে তাহলে সুন্দরী মেয়েকে ফোকাস করার ফাঁকে তাকেও টুক টাক দেখা যাবে - এই আশা নিয়েই অনেকে মাঠে আসে । ফোন দিয়ে সেটা আবার পরিচিত জনকেও দেখতে বলে ।
খেলা সম্প্রচার করা টিভি ক্যামেরা ম্যানদের এই গ্যালারী প্রীতি শুরু হয় ৯০ এর ওয়ার্ল্ড কাপের সময় থেকে ।
ঐ সময়ে ২য় রাউন্ডে ব্রাজিল-আর্জেন্টিনার খেলার সময় গ্যালারীতে ক্যামেরা ফোকাস করলে দেখা যায় জনৈকা সাম্বা গার্ল তার উন্মুক্ত বক্ষ দেখাচ্ছে । ব্যাপারটা খুব হৈ চৈ ফেলে দেয় সে সময় ।
আর তখন থেকেই গ্যালারীর দর্শকরা বিশেষ করে সুন্দরী , স্বল্প বসনা মেয়েরা হয়ে যায় ক্যামেরাম্যানদের লক্ষ্য । তাদের চোখ ঈগলের চোখের মত হয়ে যায় । আর এ ধরনের দর্শকেরাও মাঠে যায় সবার সামনে নিজেদের প্রদর্শন করাতে ।
সাকিবের আরও সতর্ক হওয়া উচিত ছিল । আশা করি সামনের দিন গুলোতে সে নিজেকে শোধরাবে।
ফেসবুক থেকে )
মন্তব্য করতে লগইন করুন